দক্ষিণখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী যুবকের নামে মাসুদুল হাসান বাপ্পি (২৫)। আর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম মানিক মিয়া (২৮)।
বুধবার (৩১ জানুয়ারি) ওই দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তাদের মৃত ঘোষণা করেন।
মৃত বাপ্পি খুলনার খালিশপুর এলাকার মাজহারুল ইসলামের সন্তান। বর্তমানে পূর্ব দক্ষিণখান শওকত আলী সরণির একটি বাসায় মামা মঞ্জুরুল ইসলামের সঙ্গে থাকতো।
মৃত যুবকের মামা জানান, খুলনার বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাপ্পি মাস্টার্স পাস করেছে। গত ৩ মাস ধরে সে দক্ষিণখানে মামার বাসায় থাকতো।
মামা আরো জানান, রাতে বাপ্পি বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ২টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাপ্পির আত্মহত্যার পেছনে নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে জানান মামা মঞ্জুরুল ইসলাম।
এদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় পড়ে গিয়ে ওই বাসের চাপায় মানিক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত মানিক ময়মনসিংহ নান্দাইল উপজেলার দরুরা গ্রামে সদর আলী মিয়ার সন্তান। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মৃত মানিকের পরিচিত মালেক জানান, যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুর এক আত্নীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মানিকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/জেডএস