এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত, বেশকিছু মোটা দড়ি।
এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম ও কনস্টেবল মো. আহাদুল ইসলাম আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় মহাসড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের পাল্টা গুলি ছোড়ে। এ সময় অজ্ঞাতপরিচয় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএটি