ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বারদী ইউনিয়নে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত ডাকাত নজরুল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নেই বসবাস করতেন বলে জানা গেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আব্দুর জব্বার বাংলানিউজকে জানান, ভোরে ডাকাতির সংবাদ পেয়ে বারদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়।

তিনি জানান, নিহত ডাকাতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের আটকের অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।