বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দু’জনকে অচেতন অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আবদুল মোতালেবের ছেলে হিরণ ছিলেন নারায়ণগঞ্জ কারাগারে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, সকালে দু’জন কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গত ২৮ জানুয়ারি হিরণকে নারায়ণগঞ্জ কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢামেকে পাঠানো হয়। এখানে চিকিৎসা দেওয়ার পর আবার তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে আবার হাসপাতালে আনা হয়। কুমিল্লা কারাগার থেকে ওসমানকেও ঢামেক হাসপাতালে আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/এইচএ/