বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় আলাপকালে তিনি এ কথা জানান। বুধবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন আইজিপি।
তার দায়িত্ব গ্রহণের পরই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। তবে জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ।
নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন কি-না, এমন আরেক প্রশ্নের জবাবে নয়া আইজিপি বলেন, পুলিশের প্রতিটি দিনই একেকটি চ্যালেঞ্জ। নির্বাচনের সময় অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায়কে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা প্রসঙ্গে জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। পুলিশ দৃঢ়তার সঙ্গে এ কাজ করে যাচ্ছে। যেন মানুষের জানমালের নিরাপত্তা থাকে, সেজন্য ৮ ফেব্রুয়ারি কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন পর্যন্ত মাদকের চাহিদা থাকবে, ততদিন পর্যন্ত যোগান থাকবে। নতুন করে যেন চাহিদা তৈরি না হয়, সেজন্য যারা এরইমধ্যে মাদকে আসক্ত তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে। এটা পুলিশের একক দায়িত্ব নয়। এখানে মাদকের বিক্রেতা, সেবনকারীসহ অনেকগুলো স্তর জড়িত। মাদকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা কাজ করে থাকে। আশা করি, সবার সমন্বিত উদ্যোগে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে।
জঙ্গিবাদ দমনের মতই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান আইজিপি।
পুলিশ সদস্যদের অপরাধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় বাংলাদেশ পুলিশ নেবে না। দুই লাখের বেশি পুলিশ সদস্যদের মধ্যে কতিপয় সদস্য অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে পুলিশের আইনে এবং দেশের প্রচালিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থানার সেবা বৃদ্ধির বিষয়ে আইজিপি বলেন, সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের মূল জায়গাটি হল থানা। বুধবার আমরা অফিসারদের সঙ্গে বৈঠক করেছি। যেভাবে সেবার মান বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা একটি পরিকল্পনা করছি। সেটাও আপনাদের জানানো হবে।
সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতার বিষয়ে জাবেদ পাটোয়ারী বলেন, সাইবার অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই’র বিশেষ ইউনিট রয়েছে। কিন্তু সাইবার অপরাধ দমনে এই ইউনিটগুলো যথেষ্ট মনে করছি না। এই অপরাধের ক্ষেত্রটা যতো বিস্তৃত হচ্ছে, সে অনুযায়ী পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবো।
জঙ্গিবাদ ও মাদকের বিস্তার সামনের দিনের দু’টি বড় সমস্যা উল্লেখ করে নয়া আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ যে সফলতা দেখিয়েছে, তাতে বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। জঙ্গিবাদ দমনে আমাদের আট জন কর্মকর্তা নিহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের পরিবারের প্রতিও আমি গভীর সমবেদনা জানাই।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮/আপডেট ১৩২০ ঘণ্টা
পিএম/এসজেএ/এইচএ/