বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের ২০৬ নং ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রুবিনাকে দেখতে আসেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনসহ চিকিৎসকরা।
চিকিৎসার খোঁজখবর নিয়ে রুবিনাকে মন্ত্রী বলেন, ‘মা তুমি চিন্তা করো না, তুমি ভাল হয়ে যাবে। তোমার পড়াশোনার খরচ-সহ চাকরির ব্যবস্থা করা হবে। ’
পরে মন্ত্রী রুবিনার স্বজনদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি ঢামেক পরিচালকের কক্ষে যান। সেখানেও রুবিনার চিকিৎসার খোঁজ-খবর নেন। রুবিনার চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন।
বুধবার (৩১ জানুয়ারি) মুজিবুল হক তার দফতরে রুবিনার মায়ের হাতে নগদ দুই লাখ টাকা অনুদান তুলে দেন। পাশাপাশি তার কৃত্রিম পা প্রতিস্থাপনে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
রুবিনার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। গত ২৮ জানুয়ারি টিউশনি শেষ করে ঢাকা থেকে ট্রেনযোগে বাড়িতে যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন যান রুবিনা। স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে রেলের ইঞ্জিনে তার দুই পা কাটা পড়ে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/এইচএ/