ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জবিছাত্রী রুবিনাকে দেখতে ঢামেকে রেলমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
জবিছাত্রী রুবিনাকে দেখতে ঢামেকে রেলমন্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন জবি শিক্ষার্থী রুবিনার খোঁজখবর নেন রেলমন্ত্রী মুজিবুল হক। ছবি: বাংলানিউজ

ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রুবিনা আক্তারকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের ২০৬ নং ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রুবিনাকে দেখতে আসেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনসহ চিকিৎসকরা।

চিকিৎসার খোঁজখবর নিয়ে রুবিনাকে মন্ত্রী বলেন, ‘মা তুমি চিন্তা করো না, তুমি ভাল হয়ে যাবে। তোমার পড়াশোনার খরচ-সহ চাকরির ব্যবস্থা করা হবে। ’

পরে মন্ত্রী রুবিনার স্বজনদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি ঢামেক পরিচালকের কক্ষে যান। সেখানেও রুবিনার চিকিৎসার খোঁজ-খবর নেন। রুবিনার চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন।
 
বুধবার (৩১ জানুয়ারি) মুজিবুল হক তার দফতরে রুবিনার মায়ের হাতে নগদ দুই লাখ টাকা অনুদান তুলে দেন। পাশাপাশি তার কৃত্রিম পা প্রতিস্থাপনে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

রুবিনার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। গত ২৮ জানুয়ারি টিউশনি শেষ করে ঢাকা থেকে ট্রেনযোগে বাড়িতে যাওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন যান রুবিনা। স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে রেলের ইঞ্জিনে তার দুই পা কাটা পড়ে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।