বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের ফিরোজ ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাতিয়া গ্রামের মণ্ডল গ্রুপ ও ফকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে রাসেলসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও নিহত রাসেলের চাচা নজিবর রহমান নান্নু জানান, প্রথমে বাচ্চু মণ্ডল ও আফছার মণ্ডলের নেতৃত্বে ২০/২৫ জন দেশি অস্ত্র নিয়ে ফকির গ্রুপের লোকজনের ওপর হামলা চালান। এসময় তারা চার/পাঁচটি বাড়িঘর ভাঙচুর করেন। তাদের প্রতিরোধ করতে ফকির গ্রুপের লোকজন সংঘবদ্ধ হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই