বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করতে দেখা যায় তাদের। গায়ে সবুজ এপ্রোন জড়িয়ে মাথায় ফিতা বেঁধে বসে আছেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না এমন ঘোষণা দিচ্ছেন মাইকে। নেতারা একের পর এক বক্তৃতা দিচ্ছেন আর তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন কর্মীরা।
সংগঠনের সদস্য সচিব মো. নঈম উদ্দিন বলেন, গত ২০, ২১, ২২ জানুয়ারি স্ব-স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছি। ২৩ ও ২৪ জানুয়ারি স্ব-স্ব জেলা সিভিল সার্জন কার্যালয়ে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান এবং সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং জেলা চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছি।
২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। ৩১ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের কাঙ্ক্ষিত দাবি মেনে না নিয়ে আগের মতো মৌখিক আশ্বাস দিয়েছেন। ফলে আমরা ১ ফেব্রুয়ারি হতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
তিনি আরো বলেন, ২০ জানুয়ারি হতে উপজেলা মাসিক সমন্বয় সভাসহ সব ধরনের অনলাইন ও হার্ডকপি রিপোর্ট বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএইচ/এএটি