বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে একটি সবজিবোঝাই পিকআপভ্যান তল্লাশি করে অস্ত্রসহ দু'জনকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবিদ হোসেন বাংলানিউজকে জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মহাসড়কের দেবপুর ফাঁড়ির সামনে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যানকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ।
এ সময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌঁড়ে পালিয়ে যায়। এতে চালক ও হেলপারের কথার্বাতা ও গতিবিধি সন্দেহ হয় পুলিশের। পরে গাড়িটি তল্লাশি করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর থেকে সাতটি কাটা বন্দুক উদ্ধার করে করা হয়। গাড়ির চালক রুবলে ও হেলপার আল-আমিনকে আটক করে পুলিশ।
আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পিকআপ ভ্যানটি কক্সবাজাররে চকরিয়া থেকে আসে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগররে উদ্দেশ্যে যাচ্ছিল।
আটক ড্রাইভার রুবলে কক্সবাজাররে চকরয়িা উপজেলার মানিকপুর গ্রামরে আব্দুল রাকিমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজলোর মগপাড়াবিল এলাকার নুরুল আমনিরে ছেলে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএটি