ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে চালক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে চালক নিহত 

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর উল্টে শাহিনুর ইসলাম শাহিন (২০) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আন্ধারমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন উপজেলার নান্দেড়াই গ্রামের আমীর আলীর ছেলে।

 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ট্রাক্টর নিয়ে চালক শাহিন ইটভাটায় মাটি সরবরাহের জন্য আন্ধারমুহা খাড়ির পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় শাহিন ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।