বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।
তিনি রাশিয়ান প্রতিষ্ঠান এ এমটি ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. আসমা খান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে আহুন পেটে ব্যাথা নিয়ে ঈশ্বরদী হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করায় বাসায় ফিরে যান তিনি।
পারমাণবিক প্রকল্পের কর্মরত চিকিৎসক ডা. ফকরুল ইসলাম জানান, রাতে সুস্থ হয়ে বাসায় ফেরার পর সকালে আবার অসুস্থ হয়ে পড়েন আহুন। এ অবস্থায় তাকে ঈশ্বরদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হৃদরোগী আহুনের হার্টে রিং পড়ানো ছিল।
রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক শওকত আকবর জানান, রাশিয়ান নাগরিক আহুন গিয়ানভ নোকেনের মরদেহ স্বজনদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআই