ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুর-মালয়েশিয়ার সঙ্গে তুলনা হীনমন্যতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সিঙ্গাপুর-মালয়েশিয়ার সঙ্গে তুলনা হীনমন্যতা

সংসদ ভবন থেকে: কথায় কথায় বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং বানানোর তুলনাকে হীনমন্যতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। প্রশ্নকারী তার নির্বাচনী এলাকায় কয়েকটি ব্রিজ তৈরির দাবি জানিয়ে বলেন, এগুলো হলে আমার এলাকা সিঙ্গাপুর হয়ে যাবে।



** দেশে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে
** পলি ব্যাগ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না

এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা সিঙ্গাপুর হবো কেনো। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই। কথায় কথায় সিঙ্গাপুর বানাবো, হংকং বানাবো, মালয়েশিয়া বানাবো এটা এক ধরনের হীনমন্যতা।
 
তিনি বলেন, আমাদের  মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ। আমাদের বৈদেশিক রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার। পাকিস্তান আমাদের অনেক পেছনে।
 
মন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো। আমরা পদ্মা সেতু করছি নিজস্ব অর্থায়নে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সোনালি ফসল। আমাদের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আছে। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেনো বলবো মালয়েশিয়া হবে। আমরা বাংলাদেশ হবো, সমৃদ্ধ বাংলাদেশ।   
 
অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্যদের প্রস্তাব আমরা প্রি-একনেক বৈঠকে পাঠিয়ে দিয়েছে। আপনারা সড়ক ও সেতু মন্ত্রণালয়ে ঘুরাঘুরি না করে পরিকল্পনা মন্ত্রণালয়ে তদবির করেন। সেখানেই তদবিরটা বেশি করেন।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০‌১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।