বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) হেলালসহ ৭০ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চায় রমনা ও শাহবাগ থানা পুলিশ।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আসামি আজিজুল বারী হেলালসহ ৩১ আসামির ৫ দিন, ২৬ আসামির ২ দিন করে ও ১ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে ১২ জন নারী থাকায় তাদের রিমান্ড না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হেলাল ছাড়াও উল্লেখযোগ্য রিমান্ডপ্রাপ্তরা হলেন- সাবেক বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে শান্তনু ইসলাম সুমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের পিএস ফারুকুল ইসলাম সেলিম, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হাফিজ আল মাহমুদ প্রমুখ।
গত ৩০ জানুয়ারি বিশেষ আদালতে দেওয়া শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি-নেতাকর্মীরা।
এসময় পুলিশের প্রিজন ভ্যানে থাকা দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এরপর ওই রাতে রমনা একটি ও শাহবাগ থানায় দু’টি মামলা করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমআই/এমএ