টাঙ্গাইল: ভুয়া কক্ষ পরিদর্শক সেজে অসদুপায় অবলম্বনের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুল শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিন গোপালপুর কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা শারমীন বাংলানিউজকে বলেন, পৌর শহরের সুন্দর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ওই কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করার কথা ছিলো।
কিন্তু বাংলা বিষয়ের পরীক্ষায় বাংলা শিক্ষকের ডিউটি করার বিধি নিষেধ থাকায় তিনি কেন্দ্রে আসেননি। পরে এ সুযোগ নেওয়ার জন্য এগিয়ে আসেন একই স্কুলের অংক বিষয়ের শিক্ষক আনোয়ার হোসেন। তিনি নিজেকে বাংলার আনোয়ার হোসেনের পরিচয়ে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন শুরু করেন। এসময় আইডি কার্ড না থাকায় আনোয়ার হোসেনকে দেখে সন্দেহ করি আমি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।