ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হুইপ-এমপিদের চাপে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
হুইপ-এমপিদের চাপে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার

সংসদ ভবন থেকে: চাপের মুখে জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম পরিবেশ দূষণের সঙ্গে সম্পৃক্ত দেশের ইটভাটা, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো পরিবেশ সম্মত করার ব্যবস্থা জানিয়ে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন।
 
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করে ওই সদস্য তার যৌক্তিকতা তুলে ধরে বক্তৃতা করেন।

এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী তার সেই প্রস্তাবের ওপর একটি বিবৃতি দেন। এরপর মন্ত্রীর আশ্বাস বা অনুরোধে ওই সদস্য ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। যদি প্রস্তাব প্রত্যাহার করেন তাহলে কোনো কথা নেই। আর যদি প্রস্তাবটি প্রত্যাহার না করেন তাহলে প্রস্তাবটি কণ্ঠভোটে দেন স্পিকার। ভোটে যদি প্রস্তাবের পক্ষে বেশি সমর্থন থাকে তাহলে সেক্ষেত্রে প্রস্তাব গ্রহণ করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার বিধান রয়েছে।
 
সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করার ইচ্ছা ব্যক্ত করলেও কার্যপ্রণালী বিধির ১৩৮(১) অনুযায়ী সেটা ভোট দিয়ে প্রত্যাহার করতে হয়। ইসরাফিল আলম সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ব্যাখ্যা দেন। সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন প্রস্তাব উত্থাপনকারী। এরপর প্রস্তাব প্রত্যাহারের কথা বললে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমার এলাকায় বৈষম্য করা হয়েছে। তাই মন্ত্রী এই বৈষম্য দূর করলে আমি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করতে পারি। এমন শর্ত দেওয়ায় ডেপুটি স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আপনি শর্ত দিয়ে প্রস্তাব প্রত্যাহার করতে পারেন না। আপনি ইচ্ছা করলে প্রত্যাহার করবেন, না হলে আমি ভোটে দেব।
 
এসময় স্পিকারের ফ্লোর নিয়ে উপমন্ত্রী দাঁড়ান যদিও ডেপুটি স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমি আপনাকে সুযোগ দিতে পারি না। তারপরেও আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন।  

এরপর হুইপ ইকবালুর রহিম, শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনসহ কয়েকজন ইসরাফিল আলমকে বলেন, প্রত্যাহার করেন। এসময় ইসরাফিল আলম বলেন, ভোটে দিলে সরকারের বিপক্ষে যাবে না। এটা কি সরকারের বিপক্ষে যাচ্ছে? আপনারা এমন করছেন কেন? এরপর ডেপুটি স্পিকার প্রস্তাবটি ভোটে দেওয়ার সিদ্ধান্তে যান।  

এসময় উপমন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে ডেপুটি স্পিকার বলেন, আপনি কি প্রস্তাবটি গ্রহণ করবেন? এসময় হাত দিয়ে না, না করতে দেখা যায়। পরে সবার চাপের মুখে ইসরাফিল আলম প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করলে বিরোধী দল জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম ওমর প্রতিবাদ জানিয়ে বলেন, আপনি ভোটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এভাবে প্রত্যাহার করাতে  পারেন না। আমরা ওয়াকআউট করলাম।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।