বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আবারো মনোনয়ন দেওয়ার একদিন পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে বঙ্গভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়ে মনোনয়নের বিষয়টি জানালেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় আরেক মেয়াদে আবদুল হামিদের রাষ্ট্রপতির শপথ নেওয়া আনুষ্ঠানিকতা মাত্র।
নিয়ম অনুযায়ী আগামী ২৩ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ১৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে ২০১৩ সালের ১৪ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তৎকালীন স্পিকার আবদুল হামিদ। ২০১৩ সালের ২০ মার্চ জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সেদিন থেকে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৩ সালের ২২ এপ্রিল রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমইউএম/এএ