উদ্ধার কার্যক্রম শেষে রাত সাড়ে ৯টার পর মাইজগাঁও রেলওয়ে স্টেশনে আটকে থাকা চট্রগ্রাম থেকে আসা আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে গন্তব্যে পৌছায়। এরপর কুলাউড়া স্টেশনে আটকে থাকা আন্ত: নগর জয়ন্তিকা এক্সপ্রেস রাত ১০টা ১০ মিনিটে সিলেটে পৌছায়।
সিলেট রেলওয়ে স্টেশনমাস্টার কাজি শহিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই স্টেশনে আটকা পড়া ট্রেন গন্তব্যে এসে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হবে।
এদিন সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁওয়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনইউ/জেএম