ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে ভুট্টাক্ষেত থে‌কে গৃহবধূর মর‌দেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ভুরুঙ্গামারীতে ভুট্টাক্ষেত থে‌কে গৃহবধূর মর‌দেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম: ভুরুঙ্গামারী উপ‌জেলার সদর ইউনিয়‌নের প্রত্যন্ত চরাঞ্চল চর ন‌লেয়ার একটি ভুট্টাক্ষেত থে‌কে আলেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

আলেমা উপজেলার তিলাই ইউনিয়নের খোচাবাড়ীর চর গ্রামের জয়নাল আলীর স্ত্রী।

বৃহস্প‌তিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যারাত ৭টার দি‌কে চর ন‌লেয়ার একটি ভুট্টাক্ষেত থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ।

এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি থানায় নিয়ে আসে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের চর নলেয়া গ্রামের কিছু ছেলে ঘাস কাটতে ‌গে‌লে চ‌রের ভুট্টাক্ষেতে মর‌দেহটি পড়ে থাকে দেখে। পরে তারা পু‌লি‌শে খবর দেয়।

আলেমার ভাই রফিকুল ইসলাম জানান, স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় দীর্ঘ ৮ মাস ধ‌রে তিনি আত্মীয়স্বজ‌নের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন। আলেমার ফুপা মনছুর আলীর বাড়ি থেকে  ৪/৫ দিন আগে তাকে তার স্বামী নিজ বাড়িতে নিয়ে যান। আলেমা দু সন্তানের জননী।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বাংলা‌নিউজ‌কে জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আলেমা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

ওসি ও থানাপুলিশের প্রাথ‌মিক ধারণা, তাকে গলায় শাড়ি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এরপর তার মর‌দেহটি ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এফইএস / জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।