বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদমিনার মুক্তির সোপানে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি ও নাট্য নিকেতনের উপদেষ্টা হীরক গুণ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাহার সরকার বিশাল, নাট্য নিকেতনের সাবেক সাধারণ সম্পাদক মাছুম রানা হাশেম, হোসেন আলী ছোট্ট, সাবেক যুগ্ম সম্পাদক রিংকু কুণ্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক বিপুল রাহা, মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক সাহেদ সেলিম খান, কথক থিয়েটারের কায়েস, প্রসুন থিয়েটারের সুমন রাজসহ নাট্য নিকেতন ও বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার গোড়া পত্তন হয়েছে। ভাষা শহীদদের কারণে আজ আমরা বাংলাভাষায় কথা বলতে পারছি। তাদেরকে স্মরণ করতে হবে। একুশের চেতনা ভোলা যাবে না। একুশের চেতনা কে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেএম