তার কথার সত্যতা মিললো বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ আবদুল গনি সড়কে। এই সড়কের অর্ধেক জুড়ে সারি সারি গাড়ি পার্কিং করা অবস্থায় দেখা গেলো।
এই সড়ক ধরে একটু সামনে এগোলেই সরকারি যানবাহন মেরামত কারখানা। সেখানে ফুটপাতের পাশে ইংরেজিতে লেখা আছে ‘নো পার্কিং’। কিন্তু দেখা গেলো ঠিক পার্কিং লেখার নিচেই রাখা আছে প্রাইভেট কারসহ দ্বিতল বাস!
পার্কিং করা গাড়িগুলোর সামনের দিকে ট্রাফিক পুলিশ কনস্টেবল গৌতম ডিউটি পালন করছেন। তিনি বাংলানিউজকে বলেন, নো-পার্কিং লেখা জায়গায় গাড়ি পার্কিং করে। প্রতিদিন মামলা করা হয়। কিন্তু আবারও পার্কিং করে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এজেডএস/আরআর