এ সময় আয়োজক সংগঠন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসউদ্দীন আহমেদ বাবু, পুষ্প মেলা আহ্বায়ক শরিফুল আবেদিন, ওয়ান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বৈকালী সংঘের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান আজাদ, আসাদুজ্জামান আসাদ, আলিয়াস হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের পুষ্প মেলায় প্রায় শত প্রজাতির গোলাপের পসরা নিয়ে বসেছে ১৬টি স্টল।
মেলাকে সবার কাছে প্রাণবন্ত এবং শিশুদের সাংস্কৃতিক মেধা বিকাশের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের ছড়াগান প্রতিযোগিতা ও সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহীর অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন বৈকালী সংঘ আয়োজিত পুষ্প মেলা রাজশাহীর সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে ভিন্নমাত্রা যোগ করেছে। ১৯৮৫ সাল থেকে প্রতি বছর সিঅ্যান্ডবি মনিবাজার চত্বরে বৈকালী সংঘের আঙ্গিনায় পুষ্প মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসএস/জেডএস