গ্রন্থমেলায় ফেব্রুয়ারি মাসের শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।
সিসিমপুরের কর্মী প্রশান্ত লাবণী জানান, সিসিমপুর এবার আঁকাআঁকির বই আর ধাঁধাঁর বই বেশি প্রকাশ করেছে।
‘ছোট্ট সোনামণিদের জন্য বয়স উপযোগী মজার মজার বই কিনে দিন’ –এমনই আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকস লিমিটেড। ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য এ স্টলে পাওয়া যাবে ছড়ার সিরিজ। প্রজাপতি সিরিজের বইয়ে জানা যাবে হাজার রকমের প্রজাপতির গল্প, রয়েছে ভালুক ছানা সিরিজও। এই প্রকাশনী থেকে এবার এসেছে ‘ছোট্ট চোখে দেখা’ শিরোনামের সিরিজটি। ‘সবার জন্য হিতকথা’, ‘চিরকালের রূপকথা’, বাংলাদেশকে চেনা’, ‘মুক্তিযুদ্ধের গল্পমালা’ সিরিজেও নতুন সব আসছে বলে জানিয়েছেন স্টলের বিক্রেতারা।
ঝিঙেফুল প্রকাশনী থেকে এসেছে আলী ইমামের অনুবাদ বই ‘হাল ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অপরূপ রূপকথা’ ও ‘জানার আছে অনেক কিছু’ বই দুটি। একই প্রকাশনী থেকে এসেছে সুব্রত বড়ুয়ার ‘আকাশ জুড়ে মেঘ জমেছে’, মুহাম্মদ হারুন অর রশীদ নেকীর ‘অংকের সূত্রাবলী’, মুস্তাফিজুর রহমানের ‘হিরুমবাচিচি’, মোহাম্মদ আবু বকরের ‘আবার একটি যুদ্ধ চাই’, শহিদুর রহমানের ‘ছোটদের ক’জন কবি সাহিত্যিক’সহ আরও বেশ কিছু বই।
প্রগতি পাবলিশার্স থেকে এসেছে ‘ব্যাঙ রাজকুমার’, ‘খেয়াঘাটের ভূত’, পপ-আপ বুক ‘ডাইনোসর ওয়ার্ল্ড’, ফ্লিপবুকে এসেছে ‘সাঁতারু ও মাছ’। একই প্রকাশনী এনেছে আহসান হাবীবের সিলুয়েট গ্রাফিক নভেল ‘কাসাহারা’ ও ‘গল্পগুলো ভূতুড়ে’।
শিশু-কিশোর প্রকাশনী থেকে এসেছে রবিউল ইসলামের ভূতের গল্প সংকলন ‘ভয়’ ও ‘দুই ভূত বন্ধু’, কালান্তর- এ এসেছে ‘তুষার কথা ও সাত কথন’, ‘আমার বর্ণমালা’ বইগুলো। ঘাসফড়িং এনেছে আহসান হাবীবের ‘ছোটদের স্কুলের গল্প’, বাবুই এনেছে জগলুল হায়দারের ছড়া সংকলন ‘জগলুল সমগ্র’ বইটি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এইচএমএস/আরআর