ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অস্ত্র সরবরাহকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
আশুলিয়ায় অস্ত্র সরবরাহকারী আটক পুলিশের জালে আটক তুহিন/ ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ফেঁসে গেছেন তুহিন নামে এক অস্ত্র সরবরাহকারী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তুহিনকে আটক করা হয়।

তিনি বলেন, আশুলিয়ার কাঠগড়ায় চাল ব্যবসায়ী সাঈদের সঙ্গে তুহিন ও উজ্জলের বিরোধ চলছিল।

এর জেরে অস্ত্র দিয়ে সাঈদকে ফাসাঁনোর চেষ্টা করে উজ্জল ও তুহিন।  

তিনি আরও বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ও পরিদর্শক আবুল বাশার অভিযান পরিচালনা করে। এ সময় সাঈদের দোকান থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি জার্মানির তৈরি একটি রিভলবার এবং একটি দেশীয় তৈরি ওয়ান শুট্যার গান জব্দ করা হয়।

তুহিনকে জিজ্ঞাসাবাদের পর জড়িত অন্যদের আটক  ও অস্ত্রের উৎসের অনুসন্ধান চলছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।