ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যানকে পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
চেয়ারম্যানকে পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু হানিফা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  

আবু হানিফা বাংলানিউজকে জানান, ‘গত ২৮ জানুয়ারি (রোববার) উপজেলা যুবলীগের নব-গঠিত কমিটিকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ আমার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছেন’।

জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ওই ছাত্রলীগ নেতা এর আগেও উচাখিলা বাজারে এক চা দোকানে পঞ্চাশ টাকার বিল না দিয়ে দোকানিকে ভয়ভীতি দেখাতে ফাঁকা গুলি করেছিলো।  

তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘এ অভিযোগ মিথ্যা। বরং যুবলীগ কমিটিকে কেন্দ্র করে ওই চেয়ারম্যান প্রকাশ্যে ছাত্রলীগ নেতা-কর্মীদের সামনে আমাকে গুলি করার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমিও থানায় অভিযোগ দায়ের করবো’।  
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে বলেন, চেয়ারম্যান আবু হানিফা থানায় একটি জিডি করেছেন। তবে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।