শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গেন্ডারিয়া নারিন্দা তৃতীয় লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহত মায়ের নাম আনোয়ারা বেগম (৪৫)।
আমির হোসেন জানান, তাদের একমাত্র সন্তান জুনায়েদ হোসেন আবির (১৯) কয়েক বছর ধরে ইয়াবাসহ নানারকম মাদকে আসক্ত। গত বছর জুন মাসে একটি মাদক নিরাময় কেন্দ্রে তিন মাস থাকার পরে পালিয়ে এসে আবারও মাদক সেবন শুরু করেছে আবির। মাদকের টাকা না পেলে প্রায়ই সে বাসার মালামাল ভাঙচুর করে।
শ্রক্রবার সন্ধ্যার দিকে জুনায়েদ তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জুনায়েদ ক্ষিপ্ত হয়ে বটি নিয়ে তার মাকে কুপিয়ে আহত করে। এতে আনোয়ারার কপাল, হাত-পা কেটে যায়।
আনোয়ারার চিৎকার শুনে তার ফুফাতো বোন লাবনী এগিয়ে আসে। তাকেও বটি দিয়ে আঘাত করে পালিয়ে যায় জুনায়েদ। লাবনী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তার স্বজনরা।
হাসপাতালের বিছানায় শুয়ে আনোয়ারা বলেন, জুনায়েদ খুবই ভালো ছেলে। শুধু মাদকের জন্য ও এমন করেছে। ছেলের হাতে আহত হয়েও তার প্রশংসা শুনে হাসপাতালে অনেকেই বলেন, এরই নাম গর্ভধারিণী মা!
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এজেডএস/এমআইএইচ/এমজেএফ