শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সভাস্থল হোটেল লা মেরিডিয়ানে একথা জানান নজরুল ইসলাম খান।
স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা রাজনীতিকরা রাজনীতির জন্য রাজনীতি করতে চাই।
তিনি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে, তাতে বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের পরিবেশ তৈরি করতে আমাদের ওপরও প্রতিহিংসা বা প্রতিশোধের চাপ থাকবে। যা সঠিক বা রাজনীতির জন্য স্বাস্থ্যকর নয়।
‘একটি গণতান্ত্রিক দলের আরেকটি প্রতিপক্ষ দলকে মোকাবেলার উপায় কি হতে পারে? আমি যদি ৫০ হাজার কর্মী নিয়ে মিছিল বা সমাবেশ করি, তারা আরো বেশি লোক নিয়ে তার জবাব দেবে এটাইতো। কিন্তু সরকার তা চর্চা করছে না। করতে দিচ্ছেও না। ’
নজরুল ইসলাম খান জানান, ৫০২ সদস্যের নির্বাহী কমিটির ১০ নেতা এরই মধ্যে আটক হয়েছেন। কয়েকজন অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। আর বাকিরা সবাই এসেছেন।
সভায় যোগ দিতে মেরিডিয়ানে আসছেন নেতারা
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
আরএম/এমইউএম/এএম/পিএম/এসআইজে/এএ