অভিযানে দু’টি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা ছাড়াও ৫০০ কেজি কাঁকড়া ও ৫০ হাজার পিস বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার কালাবগী খাল এলাকা থেকে হরিণের চামড়া ও হরিণের মাথা জব্দ করা হয়।
পৃথক অভিযানে জেলার কয়রা থানার জোড়শিং এলাকার সাতবাড়িয়া নদী থেকে ৫০০ কেজি কাকড়া ও ৫০ হাজার পিস বাগদা পোনা জব্দ করেন কোস্টগার্ড কর্মকর্তারা।
কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া, কাঁকড়া ও বাগদা পোনা রেখে পাচারকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে পাচারকারীরা অবৈধভাবে হরিণের চামড়া বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল এবং প্রজনন মৌসুমের সময় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী কাঁকড়া ধরছে। উদ্ধার হওয়া হরিণের চামড়া ও মাথা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
আর কাঁকড়া ও বাগদার পোনাগুলো স্থানীয় বনবিভাগের উপস্থিতিতে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান লে. মাহমুদ।
তিনি জানান, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩ , ২০১৮
এমআরএম/এমএ