ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি, গুলিবিদ্ধ ১

কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলিবর্ষণ করেছে। এতে নুরুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। এ সময় পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে তারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়া নাফ নদীতে মাছ ধরার সময় বিজিপি এ ঘটনা ঘটায়।  

আহত জেলে নুরুল ইসলাম কানজরপাড়া গ্রামের ফকির আহমেদর ছেলে।

তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- একেই গ্রামের গফুরের ছেলে আজিজুল্লা, মৃত. আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত. নুরুল আলমের ছেলে শাহালম, আব্বাসের ছেলে মো. রফিক ও  আব্দুল জলিল ছেলে পেডান আলী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ধরে নেওয়া জেলেরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে জেলেদের ফেরত চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।