ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাস থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সাতক্ষীরায় বাস থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা: ঢাকা-সাতক্ষীরাগামী মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরায় পৌঁছানোর পর ওই বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজু আহম্মেদ হবিগঞ্জ জেলার লেঙ্গাপাড়া গ্রামের মিয়া তালুকদারের ছেলে।

তার শ্বশুরবাড়ি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরায় পৌঁছায়। এরপর বাস থেকে সব যাত্রী নেমে গেলেও তিনি সিটে বসে ছিলেন। পরে তার মৃত্যু হয়েছে ভেবে পুলিশে খবর দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বাংলানিউজকে বলেন, রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে করে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।