ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
হোসেনপুরে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে হল সুপারসহ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করে এ অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

তারা হলেন- হল সুপার শফিকুল ইসলাম, কক্ষ পরিদর্শক শাহানা সুলতানা ও মো. আমিনুল ইসলাম।

ইউএনও আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, হোসেনপুর পাইলট বালিকা কেন্দ্রের আওতায় হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ ভেন্যুতে এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিলো। ভেন্যু পরিদর্শন করতে গিয়ে হল সুপার শফিকুলের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। এছাড়া শিক্ষক শাহানা ও আমিনুল দায়িত্ব পালনে অবহেলা করেন। পরে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ