ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা বিষয়ক আলোচনাসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা বিষয়ক আলোচনাসভা আলোচনাসভায় বক্তব্য রাখছেন ড. সলিমুল্লাহ খান

ইনস্টিটিউট অব কালচার এডুকেশন অ্যান্ড রিসার্চ আয়োজিত ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় শুক্রবার ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর সাওল অডিটোরিয়ামে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনস্টিটিউটের প্রসিডেন্ট লুত্ফা হাসীন রোজীর সভানেত্রিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. সলিমুল্লাহ খান। সভায় আরও আলোচনা করেন কবি মোহন রায়হান, আরিফ রহমান ও এস এম নজরুল ইসলাম।

আলোচকরা শিক্ষাব্যবস্থার দৈন্য ও অব্যবস্থার নানা দিক তুলে ধরার পাশাপাশি ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার উপর বিশেষ আলোকপাত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌসী হক লিনু।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।