শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাপ্রু চাই চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৩ সালের ২ আগস্ট হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়ি পৌর শহরের মালিকানাধীন জমিতে স্থিতিবস্থার নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি ভুয়া মালিকানা দেখিয়ে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে পুনরায় মার্কেট নির্মাণের ষড়যন্ত্র করছেন বলে জানানো হয়। এ বিষয়ে বাধা দিতে গেলে পৌর মেয়র হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলন থেকে সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও হস্তক্ষেপ কামনা করে মেয়র রফিকুল আলমের অপসারণ দাবি করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাগরিকা ত্রিপুরা, ফাইকা চৌধুরী ও সীমা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
আরআর