শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পেকুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাদশা পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মৃত আবু তালেবের ছেলে।
পেকুয়া থানা সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ ব্যানারে কথিত নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে পেকুয়া বাজারে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র রায় গুরুতর আহত হয়। এসময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এদিন পুলিশ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি বাদশা।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বাংলানিউজকে বলেন, বাদশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিটি/আরআইএস/