শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত আরা হয়।
বিজিবি সূত্র জানায়, সকালে ৮টার দিকে নাফ নদীতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে যায়।
গুলিবিদ্ধ নুরুল কানজরপাড়া গ্রামের ফকির আহমেদর ছেলে। তাকে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের মিয়ানমার থেকে ফেরত আনা হয়েছে।
ছাড়িয়ে আনা বাকিরা হলেন- একই গ্রামের গফুরের ছেলে আজিজুল্লা, মৃত আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহালম, আব্বাসের ছেলে রফিক ও আব্দুল জলিল ছেলে পেডান আলী।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
** ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি, গুলিবিদ্ধ ১
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসআরএস