শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আতাহার আলী খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডিএম আব্দুল বারী।
শুরুতেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র আকারে কিছু ভুল বানান দেওয়া হয়। যা তারা খাতা-কলমে শুদ্ধ করে লিখে। পরে শিক্ষার্থীদের উদ্দেশে শুদ্ধ বাংলা শিক্ষার গুরুত্ব ও উপায় তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্যাম্পেইন চলবে বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ