শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু মিনু এ অর্থদণ্ড দেন। মঞ্জুর উপজেলার নুরপুর রাঙ্গামাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ইউএনও নাসরিন বানু মিনু বাংলানিউজকে বলেন, মঞ্জুর দীর্ঘদিন ধরে তার বেকারির কারখানায় নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন করছেন। এছাড়া এসব ভেজাল পণ্যে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করছিলেন। পরে বিকেলে তার কারখানায় অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় মঞ্জুর অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ