ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির হুমকি-ধমকিতে বিচার প্রভাবিত হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বিএনপির হুমকি-ধমকিতে বিচার প্রভাবিত হবে না বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি আগে থেকেই বুঝলো কিভাবে যে তাদের নেত্রী খালেদার জিয়ার শাস্তির রায় হবে। রায়ের আগেই দেশে আগুন জ্বালানোর হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এ হুমকি-ধমকিতে বিচার প্রভাবিত হবে না। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্কুল, রাস্তা ও ব্রিজসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।  

কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, মামলা খাবেন না তা কি করে হয়? আর এই মামলা তো আওয়ামী লীগ করে নাই, করেছে তত্ত্বাবধায়ক সরকার।

 

ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।  

কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাশারুল আলম বাদশা মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী প্রমুখ।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।