শনিবার (০৩ ফেব্রুয়ারি) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে জেলা শহর মাইজদীর মধুসুদনপুর থেকে আবুল হোসেন প্রকাশ কালা মিয়ার দুই ছেলে মো. রেজাউল হক প্রকাশ রনজু (৩৬) ও মো. রহিমকে (৩৪) ৪৮ বোতল ফেনসিডিসহ আটক করা হয়।
এছাড়া বেগমগঞ্জ একলাশপুরের আবু তাহেরের ছেলে আনোয়ার হোসেনকে (৪৫) ৪৫ পিস ইয়াবা, দক্ষিণ বজরার মো. মোরশেদ মিয়ার ছেলে আবুল কালামকে ৪৫ পিস ইয়াবা, সোনাইমুড়ীর নজিরপুর থেকে নূর মোহাম্মদের ছেলে মো. তাজুকে (৪৩) দুই কেজি গাঁজা এবং নদক্ষিণ বজরার নুরুল হকের ছেলে মো. শামীমকে (৩৪) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটকদের মাধ্যমে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. তাজু এবং মো. শামীমককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযানের সময় নোয়াখালী ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মেঘনাথ সরকার, এনএসআইয়ের প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স, নোয়াখালী ৩-আনসার ব্যাটালিয়নের সশস্ত্র আনসার সদস্য অংশ নেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ওএইচ/