রোববার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরিঘাটে অপেক্ষারত ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা বাস যাত্রীরা জানান, প্রায় তিন ঘণ্টা ধরে আমরা পারাপারের জন্য অপেক্ষায় আছি।
পুরাকাটা-আমতলী ফেরির মিস্ত্রি পুলিন বাবু বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। কনকনে শীতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেডএস