ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুসলিম দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন শুরু সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মুসলিম দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন শুরু সোমবার সংবাদ সম্মেলনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-ছবি-বাংলানিউজ

ঢাকা: ঢাকায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলন ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স (আইসিটিএম)।

সোনারগাঁও হোটেলে সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী এ সম্মেলনে এখন পর্যন্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) ২৫টি দেশ অংশ নেবে বলে নিশ্চিত করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

পর্যটন শিল্পের বিকাশে মুসলিম রাষ্ট্রগুলোর একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন মন্ত্রী।  

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।