রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে মাগুরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে ধরা পড়েন প্রতারক মিজানুর। তিনি সাতক্ষীরা জেলার সেনেরগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, মিজানুর রহমান নিজেকে পর্যটক হিসেবে দাবি করেন এবং বিভিন্ন জেলায় গিয়ে জেলা প্রশাসকদের কাছে সাহায্য সহযোগিতা দাবি করেন।
সর্বশেষ মিজানুর রহমান মাগুরা জেলা প্রশাসকের কার্যলয়ে এসে একইভাবে প্রত্যায়নপত্র ও সাহায্য সহযোগিতা চান। এসময় মিজানুর রহমানের বুকে লেখা ছিল পরিবেশ দূষণ নয়, প্রাকৃতিক দুযোর্গে সচেতন হই, মাদক মুক্ত সমাজ চাই, যুব সমাজকে ধ্বংস নয়। এমন সব প্রচারণামূণক কথা। এ সব দেখে জেলা প্রশাসকের সন্দেহ হলে তার কাগজপত্র চেক করে ভুয়া প্রমাণিত হয়।
এ সময় তার কাছে থাকা বিভিন্ন জেলার প্রশাসকসহ উচ্চ পদস্থ কর্মকর্তার সিল ও স্বাক্ষর সম্বলিত প্রত্যায়নপত্র পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মো. খোরশেদ আলম চৌধুরী তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ