ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে আমরণ অনশন চলবে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক সপ্তাহ ধরেই চলছে অনশন কর্মসূচি। শুরুতে অবস্থান কর্মসূচি পালিত হলেও এখন তা অনশনে পরিণত হয়েছে। যা চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। তবে অনশনে অংশ নেওয়া অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অনশন কর্মসূচি চলছে। আমরণ অনশন চলবে।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/clam-120180204164248.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />একইসঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণের এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের চলছে ১৫তম দিন। এছাড়া ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি রাজস্বকরণের দাবিতে চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সিএইচসিপির আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের বেশকিছু চাকরিজনিত সুবিধা দেন। কিন্তু আন্দোলনকারীরা তা মেনে নেয়নি। এর আগে একই দিনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সিএইচসিপিকে রাজস্বকরণের আশ্বাস দেন। কিন্তু সম্পূর্ণরুপে দাবি আদায় না হলে রাজপথ মুক্ত হবে না বলে জানিয়েছেন অনশনকারীরা। আমরণ অনশন চলবে।  ছবি: বাংলানিউজঅনশনে থাকা চাকরির বয়স ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে ঢাকার কলেজে শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমরা তো চাকরি চাইছি না, আমাদের কোনো অযৌক্তিক দাবিও নেই। তাহলে আলাদা কেন মেনে নেওয়া হবে না। এখন পর্যন্ত কোনো আশ্বাসও পায়নি। আর এভাবে আমাদের বন্ধুরাও অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ২৭ জানুয়ারি থেকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। ১ ফেব্রুয়ারি থেকে অনশন শুরু হয়েছে। ভাষার মাসে আমরা গ্রন্থমেলায় সময় কাটাই। কিন্তু এখন রাস্তায় কর্মসূচিতে থাকছি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি  ০৪, ২০১৮
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।