রোববার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অনশন কর্মসূচি চলছে।
জাতীয়
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে
ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক সপ্তাহ ধরেই চলছে অনশন কর্মসূচি। শুরুতে অবস্থান কর্মসূচি পালিত হলেও এখন তা অনশনে পরিণত হয়েছে। যা চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। তবে অনশনে অংশ নেওয়া অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সিএইচসিপির আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের বেশকিছু চাকরিজনিত সুবিধা দেন। কিন্তু আন্দোলনকারীরা তা মেনে নেয়নি। এর আগে একই দিনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সিএইচসিপিকে রাজস্বকরণের আশ্বাস দেন। কিন্তু সম্পূর্ণরুপে দাবি আদায় না হলে রাজপথ মুক্ত হবে না বলে জানিয়েছেন অনশনকারীরা। অনশনে থাকা চাকরির বয়স ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে ঢাকার কলেজে শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমরা তো চাকরি চাইছি না, আমাদের কোনো অযৌক্তিক দাবিও নেই। তাহলে আলাদা কেন মেনে নেওয়া হবে না। এখন পর্যন্ত কোনো আশ্বাসও পায়নি। আর এভাবে আমাদের বন্ধুরাও অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ২৭ জানুয়ারি থেকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। ১ ফেব্রুয়ারি থেকে অনশন শুরু হয়েছে। ভাষার মাসে আমরা গ্রন্থমেলায় সময় কাটাই। কিন্তু এখন রাস্তায় কর্মসূচিতে থাকছি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমএএম/এএটি