ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রথম জাতীয় গ্রন্থাগার দিবস সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
প্রথম জাতীয় গ্রন্থাগার দিবস সোমবার সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক-ছবি-বাংলানিউজ

ঢাকা: ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হবে। 

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

আশীষ কুমার বলেন, আমাদের অনেকদিনের একটি স্বপ্ন ছিল জাতীয় গ্রন্থাগার দিবস থাকবে।

অনেক দিবস আছে কিন্ত গ্রন্থাগার নিয়ে কোনো দিবস ছিল না। বিষয়টি জরুরি বলে আমরা মনে করি। এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর মন্ত্রিসভা দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালনের অনুমোদন দেয়। এবং পরে মন্ত্রিপরিষদ সেটি গেজেট আকারে প্রকাশ করে।  

তিনি আরও বলেন, দিনটিকে আমরা একটি মাইলফলক হিসাবে মনে করি। এই দিনটির দিকে আমরা প্রতি বছর তাকিয়ে থাকবো। সারা বছরের কর্মফল মূল্যায়ন করবো আমরা এই দিনে। দেশে যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করতে পারবো। এতে পাঠকের সঙ্গে আমাদের মতবিনিময় চালু হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকাল ৯টায় র‌্যালির মাধ্যমে দিনের সূচনা করা হবে এবং এতে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি থাকবেন সিমিন হোসেন রিমি ও আসাদুজ্জামান নূর। মূল আলোচক হিসেবে থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এছাড়া এসময় গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের জানান আয়োজকরা।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
কেডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।