তিনি বলেন, আমরা ইতোমধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সময়পোযোগী করার প্রস্তাব করেছি। আমরা চাই, গ্রামের পাশাপাশি সিটি করপোরেশনেও এ ভাতাগুলো চালু হোক।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে 'সমৃদ্ধি কর্মসূচিভুক্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সহযোগী সংস্থার নির্বাহী প্রধানদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভার আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
ইউপির ক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমি মনে করি, ভাতা সময়াপোযুগী করার পাশাপাশি ইউপির ক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ। এক বয়স্ক ভাতা দিতে গেলেই তাদের সমাজকল্যাণ কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তা সঙ্গে আলোচনা করে দিতে হয়। এতে মধ্যসত্ত্বভোগী তৈরি হয়। আমার মতে, এ ক্ষমতা পুরোপুরি ইউপির সদস্যদের হাতে থাকা উচিত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, গত নয় বছরের বর্তমান সরকারের সবচেয়ে বড় অর্জন দারিদ্রতা দূর করা। যদিও এখনও অতি দারিদ্রতা আছে, তবে সেটা ১১ শতাংশে নেমে এসেছে।
এ সময় দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) গড়ে তোলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পিকেএসএফের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হক, পিকেএসএফের ব্যবস্থপনা পরিচালক মো. আবদুল করিম প্রমুখ।
দিনব্যাপী এ সভায় 'সমৃদ্ধি' কর্মসূচির অর্ন্তভুক্ত ২শ'টি ইউপির চেয়ারম্যান ও একশ' ১৬টি সহযোগী সংস্থা নির্বাহী প্রধান অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমসি/এএটি