ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবশেষে উপাচার্য ভবন ছাড়লেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
অবশেষে উপাচার্য ভবন ছাড়লেন অধ্যাপক আরেফিন সিদ্দিক উপাচার্য ভবন ছাড়লেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: দায়িত্ব শেষ হওয়ার প্রায় ৫ মাস পর উপাচার্য ভবন ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বাসা ছেড়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস বাংলানিউজকে জানিয়েছেন। বর্তমানে তিনি প্রভোস্ট কমপ্লেক্স এর ৭ম তলার বাসাটিতে উঠেছেন।

 

উপাচার্য হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ।

রীতি অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের পর সাবেক উপাচার্য কে উপাচার্য ভবন ছাড়ার কথা থাকলেও অধ্যাপক আরেফিন সিদ্দিক বাসা ছাড়েন নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে দুই দফা চিঠি দেয়া হয়। এর পর তিনি নতুন বাসায় চলে যাওয়ার প্রস্তুতি নেন।

১৯৯২ সালে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের পর থেকে অধ্যাপক আরেফিন সিদ্দিকের আগ পর্যন্ত ঢাবিতে যে কয়জন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে মেয়াদ শেষে সর্বোচ্চ ২৭ দিন পর উপাচার্য ভবনে অবস্থান করেছিলেন অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। আর সর্বনিম্ন ১০ দিন ছিলেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। এছাড়া অধ্যাপক এস এম এ ফায়েজ ২০দিনের মাথায় বাসা ছাড়েন। আর অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ নতুন উপাচার্য নিয়োগের পূর্বেই বাসা ছেড়ে দেন। কিন্তু অধ্যাপক আরেফিন সিদ্দিক নতুন উপাচার্য নিয়োগের পরেও ৫ মাসে বাসা না ছাড়ায় শিক্ষক-শিক্ষার্থীরা সমালোচনা করেন।  

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা. ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।