সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ধর্ষিত দুই নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বনানী থানার ডিউটি কর্মকর্তা আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, রাজিব আহমেদ (২৮) নামে এক ছেলের সঙ্গে ওই ধর্ষিতা নারীর মোবাইলে পরিচয় হয়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত সাড়ে ৮টার দিকে বনানী থানায় মামলা করেন। মামলা নম্বর ৩।
পুলিশ জানায়, একইরাতেই রাজিব ও রুবেলকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নরুল মোক্তাকিম বাংলানিউজকে জানান, ফেব্রুয়ারি (শনিবার) দিনগত রাতে তুরাগ ধৌর এলাকায় গণধর্ষণের শিকার হয় (১৭) বছরের এক তরুণী। মেয়েটি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
মেয়েটির পরিচিত জাহিদুল (২০) নামে এক যুবক তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে তার বন্ধু সানজিদ (২১) ও আশিকসহ (২০) তিনজন মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ৯। পরে জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বাংলানিউজকে জানান, মেয়ে দু’জনের ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এজেডএস/এএটি