রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দত্তপাড়া শওকত সিএনজি রিফুয়েলিং পাম্পের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায়ে ওই পাম্পের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি (সার্টারগান) উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এনইউ/এসআরএস