সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মিলন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা।
ধলেশ্বরী ট্রেনের যাত্রী আছমা খাতুন বাংলানিউজকে জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এতে চারজন আহত হন। এসময় তিনিও তার সহযাত্রীদের নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। পরে তারা লেভেল ক্রসিংয়ে গিয়ে দেখতে পান একটি নসিমন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ভেঙে গেছে। নসিমন চালক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়নি। তবে ইঞ্জিনের পরের তিন নম্বর বগি লাইনচ্যুত হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেনটি ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/