ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
রূপগঞ্জে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক বিক্রেতাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সরকারপাড়া এলাকার সহিদুল্লাহ সরকারের ছেলে মাহমুদুল হাসান মোলেন, জহিরুল ইসলাম সরকার ও নজরুল সরকারের ছেলে পাবেল সরকার।

রূপগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই তিন জন সরকারপাড়াসহ আশপাশের এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। সন্ধ্যায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ছয় ‍মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।