ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি

ঢাকা: অং সান সু চি; মিয়ানমারের প্রথম ও বর্তমান রাষ্ট্রীয় উপদেষ্টা। সামরিক শাসনে পিষ্ট দেশটির এই গণতন্ত্রপন্থি নেত্রী রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান। 

প্রথম নারী হিসেবে তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি কার্যালয়ের মন্ত্রী, বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবেও কেবিনেটে কাজ করেন। এবার তাকে ক্যালেন্ডারে ছেপেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

 
 
২০১৮ সালের ১২ মাসের প্রত্যেকটি পাতায় স্থান পেয়েছে সু চির ছবি। এমনকি প্রচ্ছদেও আনা হয়েছে ‘ক্যালন্ডার গার্ল’ সু চিকে। ১২ মাসের ক্যালেন্ডারে বেশির ভাগ ছবিই রয়েছে সু চির বিদেশ সফরের।  
 
জানুয়ারি মাসের পাতায় সু চি; দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত দু্ই প্রবীণ নারীর সঙ্গে সু চি। তার পেছনে বসে রয়েছেন দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদেও সু চি; ২০১৭ সালের ৪ মে ভ্যাটিক্যান সিটি সফরে যান তিনি। এই পাতায় ধর্মগুরু পোপের সঙ্গে সাক্ষাতের ছবি দেওয়া হয়েছে।  

ক্যালেন্ডারের মার্চ মাসের পাতায় রয়েছে যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সু চির ছবি। গতবছরের ৫ মে লন্ডন সফরে রানির সঙ্গে বার্কিমহাম প্যালেসে সাক্ষাত করেন তিনি।  

ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি

এপ্রিলের পাতায় রয়েছে ২০১৭ সালে আসিয়ানের শীর্ষ সম্মেলনে নেতাদের সঙ্গে সু চির ছবি।

একই বছরের ২ মে বেলজিয়াম সফরে দেশটির রাজার সঙ্গে সু চির ছবি রয়েছে মে মাসের পাতায়।  

জুন মাসের পাতায় দেওয়া হয়েছে ফিলিপাইনে অনুষ্ঠিত ৩০তম আসিয়ান সামিটে যোগ দেওয়া সু চির ছবি।

সু চি ২০১৭ সালের ৭ জুন কানাডা সফরে যান। সে দেশের  প্রধানমন্ত্রীর সঙ্গে অটোয়ায় তোলা ছবি রয়েছে জুলাইয়ের পাতায়।  

ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি
 
আগস্ট মাসের পাতায় দেওয়া হয়েছে সু চির নিজ দেশের রাজধানী নেপিদোর একটি অনুষ্ঠানের ছবি।
 
সেপ্টেম্বর মাসের পাতায় রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সু চির ছবি রয়েছে। ২০১৭ সালের ৪ মে ইতালি সফরে যান সু চি।  

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন অং সান সু চি। এ ছবি রয়েছে অক্টোবর মাসের পাতায়।  

ক্যালেন্ডার ‘গার্ল’ সু চি

নভেম্বর মাসের পাতায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সু চির ছবি। ২০১৭ সালের সেপ্টেম্বরে নেপিদো সফর করেন মোদি।  

ক্যালেন্ডারের সর্বশেষ পাতা ডিসেম্বর; সেখানে দেওয়া হয়েছে সু চির চীন সফরের ছবি। গতবছরের ১৪ মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।  

বাংলাদেশে সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।